গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি এ হামলাকে ‘যুদ্ধ নয়, বরং নিষ্ঠুরতা‘ বলে উল্লেখ করেছেন। তিনি গাজায় ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করে এটিকে মানবিকতার প্রতি আঘাত বলে মন্তব্য করেন।
স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভ্যাটিকানের কার্ডিনালদের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
বড়দিন উপলক্ষে গাজা উপত্যকায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা থাকলেও পোপকে সেখানে যেতে অনুমতি দেয়া হয়নি।
ইসরাইলি হামলার কারণে গাজায় বড়দিনের উৎসব প্রায় অনুপস্থিত।
বেথলেহেমের মেয়র জানিয়েছেন, এই বছর বড়দিন শুধু প্রার্থনা এবং ধর্মীয় আচার–অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এদিকে, ইসরাইলি সরকারের একজন মন্ত্রী পোপ ফ্রান্সিসের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘ইসরাইলের সামরিক অভিযানকে গণহত্যা বলা যাবে কিনা, তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও গবেষণা প্রয়োজন।‘
ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছেন, হামাস বেসামরিক জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আর ইসরাইল নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি কমাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।