অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের (২০২৩–২৪ অর্থবছর) তুলনায় রেমিট্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, ‘প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। অভিবাসন ব্যয় কমানো, হয়রানি বন্ধ এবং ইউরোপের দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এজেন্সিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে, যেন প্রবাসীরা সহজে সেবা পান।‘
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশকে সহযোগিতা করেছেন। তাদের আত্মত্যাগ ও অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছেন, এমনকি এজন্য তাদের জেলও খাটতে হয়েছে।‘
ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্ট সরকার লুটপাট করে বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব ঘটনায় আমাদের হৃদয় ভেঙে যায়।‘
পাসপোর্ট সংক্রান্ত হয়রানির প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘এটি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। তবে আমরা হয়রানি বন্ধে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব।‘
ভোটাধিকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।‘