লা লিগায় রবিবার (১৫ ডিসেম্বর) রাতে নিজেদের মাঠে ১–০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকে সার্জিও গঞ্জালেসের গোল গড়ে দেয় ব্যবধান।
৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।
অন্যদিকে, লেগানেসের ছয় শটের চারটি ছিলো লক্ষ্যে। নিজেদের একমাত্র ভালো সুযোগে এগিয়ে যায় তারা। আক্রমণের বন্যায় তাদের ভাসিয়ে দিলেও আসল কাজ করতে পারেনি বার্সা।
অসংখ্য সুযোগ নষ্ট করে, হেরে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারলো কাতালানরা। এই ম্যাচের আগে লাস পালমাসের বিপক্ষে ২–১ গোলে হেরেছিলো তারা। ১৮ ম্যাচে চতুর্থ হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে বার্সা।
১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।