জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল ও ছাত্র নেতাসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাদাভাবে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এরপর বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও এখনও সময় নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সভাগুলোতে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।