৯ বছর পূর্ণ করে দশম বর্ষে পদার্পন করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, দীপ্ত টিভি।
সোমবার (১৮ নভেম্বর) রাজধানী তেজগাঁওয়ে দীপ্ত টিভি‘র প্রধান কার্যালয়ে কেক কেটে আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০১৫ সালে ১৮ নভেম্বর নতুনত্বের প্রত্যয় নিয়ে, যাত্রা শুরু করে দীপ্ত টিভি। অনএয়ারে আসার ৯ বছরে বিনােদনমূলক নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে দীপ্ত টেলিভিশন।
একদিকে ডাবড সিরিজ অন্যদিকে মৌলিক মেগা সিরিয়াল, ৯ বছরে দীপ্ত টিভি বদলে ফেলেছে বাংলাদেশের টিভি বিনোদন দুনিয়া। ‘সুলতান সুলেমান’, ‘বাহার’, ‘রহস্যময়ী’র মতো বিদেশী সিরিজের সাথে বাংলা টিভি অডিয়েন্সের প্রায়োরিটি পেয়েছে ‘মান অভিমান’, ‘মাশরাফি জুনিয়র’ বা ‘পালকী’র মতো ডেইলি সোপও।
টিভি ফিচার ফিল্ম বা অ্যানিমেশন শর্টস দীপ্ত প্রতিবারই টিভিতে ক্রিয়েট করেছে নতুন নতুন মিডিয়াম। ফিকশন, নন–ফিকশন, নিউজ ও ডকুমেন্টারি নিয়ে কালারফুল দীপ্ত টিভি আজ, ১৮ নভেম্বরে পূর্ণ করল সম্প্রচারের ৯ বছর।
দীপ্ত টিভি আন্তর্জাতিকভাবে প্রসারিত করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে চ্যালেঞ্জ আর নতুন নতুন আইডিয়া নিয়ে দীপ্ত টিভিকে আরও প্রসারিত করা হবে।
কেক কাটার পর নাচ, গান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দীপ্ত টিভি‘র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জহিরুল মোহসান/এসএ