ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। ‘বিশ্ব ইজতেমা‘ প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তির পরীক্ষা ১ ফেব্রুয়ারি ২০২৫–এর পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন বিধায় ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্বঘোষিত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।’
ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে—
১. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি
২. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
৩. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
৪. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
৫. বিজ্ঞান ইউনিট: ১৫ ফেব্রুয়ারি
এসএ