এবার দূষিত বায়ুর শহরের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (০১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৯৫। এই তালিকায় শীর্ষে রয়েছে চীনের উহান শহর।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ৪র্থ অবস্থানে উঠে এসেছিল ঢাকা। এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ৭ম অবস্থানে ছিল ঢাকা। দিন দিন ঢাকা দূষিত শহরের তালিকায় এগিয়ে চলছে। এ অবস্থায় নগরীতে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ গণ্য করা হয় মাঝারি হিসেবে। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১–এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মতে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।
এফএম/দীপ্ত সংবাদ