শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মিরপুরে বাটলার-আর্চারদের অনুশীলন

সিরিজ খেলতে আগেই বাংলাদেশের মাটিতে পা রাখে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শনিবার সকালে ইংলিশরা নেমে পড়েছেন অনুশীলনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গা গরম করছেন বাটলার-আর্চাররা।

প্রথমে মঈন আলি ও জোফরা আর্চাররা মিরপুরের ওয়ার্ম আপে ঘাম ঝরান। এরপর স্কিলের অনুশীলন করতে চলে যান একাডেমি মাঠে। সেখানে হিটার ব্যাটার ডেভিড মালান, অলরাউন্ডার স্যাম কারান, বোলার রিস টপলি ও আদিল রশিদদের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন।

ওয়ানডে দিয়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় হবে বাকি দুটি ম্যাচ।

আল/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More