আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা দিবসকে কেন্দ্র করে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ আশপাশের দেয়ালে শোভা পাচ্ছে বাহারি রঙের আলপনা। যার পদে পদে মিশে আছে দ্রোহ, শোক আর চেতনা। যেন প্রাণের বর্ণমালা আগুন ছড়াচ্ছে কৃষ্ণচূড়ার ডালে।
শহীদ মিনারের পাদদেশসহ সামনের কয়েকটি রাস্তা ও দেয়ালে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। শহীদদের তাজা রক্তে অর্জন প্রাণের বর্ণমালা। সেই বর্ণমালা আগুন হয়ে দেয়ালে দ্রোহ ছড়ায় অবিরত।
ভাষা দিবস সামনে রেখে তাই শিল্পীর আঁচড়ে প্রতিধ্বণিত হয় মায়ের ভাষায়, নিজের ভাষায় বলতে পারার আকুতি । তাইতো একুশের চেতনা শিকড় থেকে শিখরে। ছড়িয়ে দিতে হবে প্রতি প্রান্তে। একদিকে আগুনঝরা পলাশ অন্যদিকে শহীদ মিনারের মূলবেদির রক্তিম রঙ– এ যেন ভাষাসংগ্রামীদের দ্রোহের বার্তা।
শহীদদের জীবনের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্ব দরবারে। রাষ্ট্রীয় ভাষা থেকে শুরু করে জাতিসংঘের দাপ্তরিক ভাষা সবখানেই বাংলা ভাষা স্থান করে নিয়েছে। পেয়েছে বিশ্বব্যাপী স্বীকৃতি।
এফএম/দীপ্ত সংবাদ