সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমানের (৩৮) সম্পদের পাহাড় দেখে অবাক বনে গেছেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মকর্তারা।
সিআইডির জিজ্ঞাসাবাদে খলিলুর জানান, গত ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশ্ন ফাঁস করে অনৈতিক পন্থায় নিয়োগ দিয়ে অন্তত ৫০–৬০ কোটি টাকা কামিয়েছেন।
তার চলাফেরা বা গ্রামের বাড়ি দেখে কারও বোঝার উপায় ছিল না সম্পদের পরিমাণ। পাচরাই ঘাগা গ্রামে খলিলের পৈত্রিক বাড়িতে দেখা যায়, সেখানে টিনের একটি কুঁড়ে ঘর।
সিআইডি সূত্রে জানা যায়, খলিলুরের সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগের আলিশান ফ্ল্যাট, যার দাম অন্তত তিন কোটি টাকা। কয়েক মাস আগে নতুন এই ফ্ল্যাট কিনেছেন তিনি। বাসার ইন্টেরিয়র ডিজাইনও ঝাঁ চকচকে। এর বাইরে ঢাকায় আরেকটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিআইডি।
রাজধানীর আশকোনা এলাকায় বিপুল সম্পত্তি কিনেছেন তিনি। এছাড়া যশোরের কেশবপুরে তার বিপুল সম্পত্তি রয়েছে।
আদালতকে খলিল জানিয়েছেন, পিএসসির অধীনে হওয়া বিসিএস ক্যাডার, নন–ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করেছেন তিনি। আর এর মাধ্যমে গত ১২ বছরে অন্তত ৩০০–৪০০ জনকে চাকরি পেতে সাহায্য করেছেন তিনি। খলিল মূলত পিএসসির পরিচালকদের এমএলএসএস ও অফিস সহায়কদের কারসাজিতে প্রশ্নফাঁস করতেন।
আল / দীপ্ত সংবাদ