উত্তর কোরিয়ার উদ্ভট আইন–কানুনের জন্য সবসময়ই শিরোনামে কিম জং উন। নতুন এক আদেশ অনুযায়ী দ্বিতীয় সন্তান জু আয়ের নামে নাম রাখতে পারবেনা কেউ। জু আয়ে নামের সকলকে দ্রুত নাম পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে।
প্রতি বছরই কোনো না কোনো নতুন নিয়ম জারি করা হয় দেশটিতে। ফক্স নিউজের তথ্য থেকে জানা যায়, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় এর মধ্যেই বিষয়ে নির্দেশ জারি করেছে। সেখানে বলা হয়েছে জু আয়ে নামে দেশে আর কোনো নারী বা শিশুর নাম থাকবে না। এই নামে কেউ থেকে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট দফতরে গিয়ে পরিচয় পত্রে নতুন নাম রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে এর মধ্যেই নিজেদের নাম পরিবর্তন করেছেন।
আদেশে আরও বলা হয়, কিম জং উনের মেয়ের নাম এখন ‘সর্বোচ্চ মর্যাদার’ ব্যক্তিদের জন্য সংরক্ষিত হয়েছে। খুব আদরের মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশেই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে বলেন কিম।
গত নভেম্বরেই সর্বপ্রথম জনসম্মুখে আসেন কিম কন্যা জু। দেশটির সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়েছিল জু। ধারণা করা হচ্ছে তার বয়স ৯–১০ বছর। বলা হচ্ছে, কিমের পর জু–ই হবে উত্তর কোরিয়ার শাসক। সেভাবেই গড়ে তোলা হচ্ছে। তবে একাংশ এতে দ্বিমত পোষণ করেছে।
অনু/দীপ্ত সংবাদ