বিপিএলে এবার অনেক বিদেশি তারকা থাকলেও খেলায় তেমন জ্বলে উঠতে পারেনি কেউ। শীর্ষ পাঁচজন রান সংগ্রাহক এবং শীর্ষ পাঁচ বোলারের চার জনই বাংলাদেশের। ব্যাট-বলে বিদেশি তারকাদের ছাড়িয়ে গেছে দেশি ক্রিকেটাররা।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা বিপিএলে মোটা পারিশ্রমিক দিয়ে বিদেশি খেলোয়াড়দের দলে নেন। দেশি ক্রিকেটারাই নবম আসরজুড়ে ছড়িয়েছেন আলো।
সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত আসরের সর্বোচ্চ রান করে। ১৫ ইনিংসে চার হাফ সেঞ্চুরিসহ করেছেন ৫১৬ রান।
দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার ১৩ ইনিংসে তিন হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪২৫ রান। তৃতীয় স্থানে থাকা সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় ১২ ইনিংস খেলে পাঁচ অর্ধশতকসহ করেছেন ৪০৩ রান। চতুর্থ স্থানে আছেন লিটন দাস ১৩ ইনিংসে ৩৭৯ রান করে এবং পঞ্চমে আছেন সাকিব আল হাসান ৩৭৫ রানে। নাসির হোসেন ১২ ইনিংসে করেছেন ৩৬৬ রান। ১৫ ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৫৭ রান।
সেরা ৫ উইকেট শিকারীর ৪ জনই বাংলাদেশি। ১৭টি করে উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ।
ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন নিয়েছেন ১৬ উইকেট। রংপুর রাইডার্সে হয়ে খেলা আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই শিকার করেছেন ১৫ উইকেট। আর টাইগার পেসার রুবেল হোসেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নিয়েছেন ১৪ উইকেট।