ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা এবং বাউল গানের আয়োজন করা হয়েছে।
লালন স্মরণ উৎসবের স্লোগান বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর আধ্যাত্মিক বাণী, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারী ) পর্যন্ত এই উৎসব চলবে । প্রথম দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক জেলা প্রশাসক মনিরা বেগম। সভাপতিত্ব করেন জনাব সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রেডিয়ান ফার্মাসিটিক্যাল ব্যবস্থাপনা পরিচালক নাসির শাহরিয়া জাহেদী মহল , নির্বাহী কর্মকর্তা স্মমিতা সাহা, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌরসভার মেয়র ফারুক হোসেন, আরও উপস্থিত ছিলেন সাধুগুরুরা।
বাউল সম্রাট লালন শাহ্ তার জীবদ্দশায় পিতৃভূমি হরিশপুরে প্রতি বছর বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরেও উৎসব চালিয়ে আসছেন তার অনুসারীরা।
উৎসবকে ঘিরে হরিশপুরে লালন গুরু সিরাজ সাঁইজির মাজার প্রাঙ্গণে চলছে উৎসব ও গ্রামীণ মেলা। দীর্ঘ ১বছর পরে সাধু ভক্তরা লালন পিতৃভূমিতে আসতে পেরে আনন্দ প্রকাশ করছে।
অনু/দীপ্ত