হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন।
শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এরইমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুজন। আমির হোসেন হাশেমি ও আলি রেজা জাকিনি ভোটগ্রহণ শুরু হওয়ার একদিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এখন নির্বাচনে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন হলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মাদি, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জলিলি এবং বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার মোহাম্মদ বাঘের কলিবফ। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত নাগরিকরাও ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ বৃহস্পতিবার (২৭ জুন) জানিয়েছেন, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মূলত ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া, ইরানের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র আরও জানিয়েছেন, শুক্রবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।
উল্লেখ্য, ইরানের সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন দিতে হবে পরবর্তী ৫০ দিনের মধ্যেই।
এসএ/দীপ্ত সংবাদ