দুই বছরে পদ্মাসেতু থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকার বেশি। এ সময় সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে। তবে পদ্মাসেতু থেকে কাঙ্খিত আয় আসলেও, দক্ষিণাঞ্চলে আশানুরূপ বিনিয়োগ না হওয়ায় সেতুর পুরোপুরি সুফল মিলছে না বলে মনে করেন বিশ্লেষকরা।
প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের পদ্মাসেতু চালুর দুই বছর পূর্ণ হয় মঙ্গলবার (২৫ জুন)। ৩২ হাজার ৬০৫ কোটি টাকা খরচে নির্মিত এই সেতুর কারণে সুফল ভোগ করছে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার ৩ কোটি মানুষ।
উদ্বোধনের পর থেকে প্রতিদিন গড়ে ২৩ হাজার ৩৯৬টি যান পদ্মা সেতু দিয়ে চলাচল করছে। দুই বছরে সবমিলে চলেছে ১ কোটি ২৭ লাখ যান। যা থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকার বেশি। পদ্মাসেতু ছাড়াও গত দুই বছরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ যানবাহন চলেছে। যা থেকে টোল আদায় হয়েছে ৩৫৬ কোটি টাকা।
পদ্মাসেতু ঘিরে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা থাকলেও তা দেখা যায়নি। মাত্র ১১টি ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। যেখানে বিনিয়োগ হয়েছে মাত্র ৬০ কোটি টাকা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকারের অর্থ বিভাগের সাথে সেতু কর্তৃপক্ষের ঋণচুক্তি অনুযায়ী এরইমধ্যে ৬ কিস্তিতে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ২৭ জুন ৭ম ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে পরিশোধ করা হবে।