গত ১৫ ফেব্রুয়ারি টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে এক নম্বর দল হিসেবে দেখা যায় ভারতকে।
কয়েক ঘণ্টা পরই অবশ্য আরেকবার টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে এক নম্বর দল হিসেবে দেখা যায় অস্ট্রেলিয়াকে। আইসিসির বিবৃতিতে জানানো হয়, আগের র্যাঙ্কিংটি ভুল ছিল। অনিচ্ছাকৃত ভুলে ক্ষমাও চায় আইসিসি।
সংশোধিত র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে এখনো আছে অস্ট্রেলিয়াই। ২৯ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ১২৬। সিরিজের প্রথম টেস্টে তাদের ইনিংস ব্যবধানে হারানো ভারত আছে ২ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১১৫। এর আগে দিনের প্রথম র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১১৫ থাকলেও অস্ট্রেলিয়ার দেখানো হয়েছিল ১১১।
চলমান বর্ডার-গাভাস্কার সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারত ম্যাচটি জিতেছে ইনিংস ব্যবধানে। এই সিরিজের বাকি ম্যাচগুলো জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান কমিয়ে নেয়ার সুযোগ আছে ভারতের সামনে।