সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। প্রথম হাফে নিপা ও অধিনায়ক শামসুন্নাহারের গোল এবং দ্বিতীয় হাফে উন্নতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রথম হাফের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে টাইগ্রেসরা। প্রথমে ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথম হাফে যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
মাঝখানে এরপর একের পর এক সুযোগ পেয়েছে বাংলাদেশ তবে কাজে লাগাতে পারেনি একটিও। ম্যাচের ৭৯ মিনিটে শামসুন্নাহার নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। নেপালের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে গোলবঞ্চিত হন বাংলাদেশের অধিনায়ক। এরপর ৮৭ মিনিটে উন্নতির গোলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়।