২০১৬ সালেই উরুগুয়েকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট মরিসিও মাকরি। এবার সেই তালিকায় যোগ হলো চিলি ও প্যারাগুয়ের নাম। লাতিন আমেরিকার এই চার দেশ মিলে আয়োজন করতে চায় ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ।
এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। মূলত ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ।
২০১৭ সালে প্রাথমিকভাবে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার আগ্রহের কথা জানিয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। ২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।