সচ্ছল লোকজন ছাড়া, অন্যদের পক্ষে এখন ঢাকা উত্তর সিটিতে স্বজনদের করব সংরক্ষণ করা বেশ কঠিন। কারণ সম্প্রতি অনেক বাড়ানো হয়েছে ফি। মেয়র আতিকুল ইসলাম বলছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার নগরে কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ।
ঢাকায় দুই সিটি করপোরেশনের অধীন কবরস্থান আছে মাত্র ৯টি। এরমধ্যে দক্ষিণ সিটিতে ৩টি, আর উত্তরে রয়েছে ৬টি। বনানী কবরস্থানে আগে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণের ফি ছিল ২৪ লাখ টাকা। ২৫ বছরের জন্য ৪৫ লাখ টাকা। এখন গুণতে হবে যথাক্রমে এক কোটি টাকা ও দেড় কোটি টাকা।
উত্তরা ৪ নম্বর সেক্টরে দিতে হবে ৭৫ লাখ ও এক কোটি টাকা। ১২ নম্বরে ৫০ লাখ ও ৭৫ লাখ টাকা। আর ১৪ নম্বর সেক্টরে লাগবে যথাক্রমে ৩০ লাখ ও ৫০ লাখ টাকা।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দিতে হবে ২০ লাখ টাকা ও ৩০ লাখ টাকা। রায়ের বাজারে এই ফি ১০ লাখ ও ১৫ লাখ টাকা।
এর কারণ ব্যাখ্যা করলেন ঢাকা উত্তরের নগরপিতা।অনেক সময় কবর সংরক্ষণ নিয়ে জটিলতা দেখা দেয় বলে জানান তিনি। দরিদ্রদের জন্য উত্তর সিটির সবকটি কবরস্থানে বিনা মূল্যে দাফনের ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন মেয়র।