সংখ্যায় কম হলেও জানুয়ারিতে ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড়দের দলবদল হয়েছে। মৌসুমের মাঝে নিজ নিজ দলের ভারসাম্য বাড়াতে শীতকালীন দলবদলে বেশ ব্যস্ত সময় পার করেছে তারা।
২০২২-২৩ মৌসুমে শীতকালীন দলবদলে ১০২ মিলিয়ন ইউরোতে শাখতার দোনেৎস্কের মিখাইলো মুদ্রিককে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৩ মিলিয়ন পাউন্ডে মোনাকো ছেড়ে লন্ডনের ক্লাবে যোগ দিয়েছেন বেনোয়া বাদিয়াশিল। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে ছয় মাসের জন্য ধার নিয়েছে ব্লুজ’রা। তাতে স্প্যানিশ ক্লাবটিকে ফি দিতে হবে ১৩ মিলিয়ন ইউরো।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ফ্রন্টলাইনার গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরি নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শূন্যতা পূরণে ২১ মিলিয়ন পাউন্ডে ব্রাইটন থেকে লিয়ান্দ্রো ট্রসারকে নিয়েছেন তিনি।
২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডে মেমফিস ডিপাই, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। মৌসুমের বাকি ম্যাচে এই ফ্রন্টলাইনারকে খেলতে হবে ডেভিড ভিয়া, লুইস সুয়ারেজদের সাথে।
ধুঁকতে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের জন্য জানুয়ারিতে সবচেয়ে বেশি দরকার ছিলো একজন নতুন মিডফিল্ডারের। সেই অন্বেষণে জানুয়ারির শুরুতেই দলে ভিড়িয়েছে পিএসভি ও নেদারল্যান্ডসের হয়ে নজর কাড়া কোডি গাকপোকে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ে, আরেকজন স্ট্রাইকার জরুরি হয়ে পড়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই ধারে বার্নলি থেকে ভট ভেগহর্স্টকে নিয়েছে রেড ডেভিলসরা। মার্কাশ রাশফোর্ড, মার্শিয়ালদের বদলি হিসেবেই হয়তো মাঠে দেখা যাবে এই সেন্টার ফরওয়ার্ডকে।