মাত্র ২০ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আনুচিং মগিনি। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ায়, ফুটবল খেলাই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড। কিছুদিন আগে দীপ্ত টিভিকে জানিয়েছিলেন তার স্বপ্নের কথা।
কিন্তু শেষটা আর একসাথে হলো না। যমোজ বোন আনাই জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও, পারফর্মেন্সের অবনতির কারণে বাফুফের ক্যাম্প থেকে শনিবার অব্যাহতি দেয়া হয় আনুচিংকে। পরদিনই খাগড়াছড়িতে ফিরে যান তিনি। সেখান থেকেই সিদ্ধান্ত নিলেন, সব ধরনের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেয়ার।
অথচ স্বপ্নটা ছিলো অনেক বড়। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে দেশে ফেরার পর জানিয়েছিলেন, আরও বড় মঞ্চে দেশকে সাফল্য এনে দিতে চান।
ছোটবেলা থেকেই লড়াই করেছেন। পরিবারের সমর্থন ছিলো বলেই, একটু স্বচ্ছ্বলতা এসেছে সংসারে।
মূলত ফরোয়ার্ডের পজিশনে জাতীয় দলে এখন তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কৃষ্ণা রানি সরকার, সিরাত জাহান, শামসুন্নাহার জুনিয়রদের সঙ্গে লড়াই কোরে সাফ দলে থাকলেও, একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি আনুচিং মগিনি।