সাড়ে ৫ হাজার কোটির বেশি টাকা ব্যয়ে কিশোরগঞ্জে নির্মাণ করা হবে উড়াল সড়ক। মঙ্গলবার একনেকে এটিসহ ১১টি প্রকল্প পাস হয়েছে। যাতে ব্যয় হবে প্রায় ১০ হাজার ছয়শো কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, ইভিএম প্রকল্পটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। পাস হতে পারে, নাও পারে।
পানির প্রবাহ ঠিক রাখা তথা পরিবেশসম্মত উন্নয়নকে গুরুত্ব দিতে হাওরে মাটির বাঁধ ও রাস্তা নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে, সরকার। এসব ক্ষেত্রে উড়াল সড়কের পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের মিঠামইন থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণ করা হবে।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, ৫ হাজার ছয়শো ৫১ কোটি টাকা। তবে এরই মধ্যে চলমান অর্থনৈতিক মন্দায় প্রকল্পটির যৌক্তকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশ্লেষকেরা। মঙ্গলবার এ উড়াল সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় অনুমোদন করা হয়।
এ সময় জানানো হয়, ইভিএম কেনার প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি রপ্তানি ও রেমিট্যান্স দুটোই বেড়েছে। তাই রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।