নাটোরে প্রচন্ড গরমে শ্রেণিকক্ষে অসুস্থ্য হয়ে পড়ে সেতু খাতুন নামে এক স্কুল ছাত্রী। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ সেতু খাতুন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নওয়াপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও একই উপজেলার গোয়ালদিঘী গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।
অসুস্থ সেতু খাতুনের অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আজম জুয়েল জানান, বিদ্যালয়ের বিল্ডিং এ নতুন ভবন নির্মানের কাজ চলছে। এ কারনে শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে টিন শেড রুমে। ক্লাস চলাকালিন সময়ে প্রচন্ড গরমের অসুস্থ্য হয়ে পড়ে সেতু খাতুন। এ সময় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্কুলে গিয়ে অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা।
চিকিৎসক জানিয়েছেন প্রচন্ড গরমের কারনে পেটে গ্যাস জমে সেতু অসুস্থ হয়ে পড়ে। তবে সে এখন সুস্থ্য রয়েছে।
সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ