বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে।
এ আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চেয়ে প্রতীক পাননি আশরাফুল আলম ওরফে হিরো আলম। সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এদিকে বগুড়া-৬ (সদর) আসন থেকেও নির্বাচন করবেন হিরো আলম।
বগুড়া সদর আসন থেকে নির্বাচন করার কারণ সম্পর্কে আশরাফুল আলম বলেন, ‘আমার বাড়ি তো বগুড়া সদরে, সদরের এরুলিয়া ইউনিয়নে বাড়ি। তাই আমি এবার সদর থেকে নির্বাচন করবো। এর আগেরবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করেছি। তাই সেখান থেকেও নির্বাচন করবো।’
প্রসঙ্গত, ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে তার ওপর হামলা হয়েছিল উল্লেখ করে এই আসনে উপনির্বাচন হলে আবারও প্রার্থী থাকবেন বলে জানিয়েছেন হিরো আলম।