শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এ পর্বে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬ আসনে ভোটগ্রহণ চলবে।
স্থানীয় সময় সোমবার (১৩ মে) সকাল ৭টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
চতুর্থ দফায় ভোট হচ্ছে অন্ধ্র প্রদেশের ২৫টি, বিহারের ৫টি, জম্মু–কাশ্মীরের ১টি, ঝাড়খন্ড ও ওডিশার প্রতিটিতে ৪টি করে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে। এ ছাড়া তেলেঙ্গানার ১৭, মহারাষ্ট্রের ১১ এবং উত্তর প্রদেশের ১৩ আসনে।
উল্লেখ্য, ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে এই পর্যায়ে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ৯৭ লাখ এবং নারী ভোটার ৮ কোটি ৭৩ লাখ। চতুর্থ দফায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট ১ কোটি ৯২ লাখ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন।
চতুর্থ পর্ব শেষ হওয়ার সাথে সাথে, ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৩৭৯টি আসনের জন্য ভোটগ্রহণ সম্পূর্ণ হবে।
প্রসঙ্গত, ভারতে মোট সাত দফায় লোকসভার নির্বাচন হচ্ছে। প্রথম চার দফার ভোটের পর বাকি থাকবে আরও তিন দফা। পরের ধাপগুলো হল যথাক্রমে পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। সেদিনই জানা যাবে দিল্লির মসনদে যাচ্ছে কোন দল।
এসএ/দীপ্ত সংবাদ