প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড। উপত্যকাটির ৮০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আর এসব ধ্বংসস্তূপ সরাতে প্রায় ১৪ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার এ কথা বলেন।
জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে পেহর লোধাম্মার বলেছেন, ধ্বংসাবশেষের ভেতর থাকা অবিস্ফারিত গোলা বারুদ পরিচ্ছন্নতার কাজকে জটিল করে তুলবে।
লোধাম্মার আরও বলেন, গাজায় ফেলা গোলাবারুদের মধ্যে এখনও কী পরিমাণ অবিস্ফারিত রয়ে গেছে তা বলা অসম্ভব। তবে ধ্বংসাবশেষের পরিমাণ আনুমানিক তিন কোটি ৭০ লাখ টন অর্থাৎ প্রতি বর্গমিটারে তিনশ’ কিলো ধ্বংসাবশেষ রয়েছে।
আর একশ’ ট্রাকের আনুমানিক একটি সংখ্যা দিয়ে এর পরিষ্কার কাজ শুরু করলে শেষ হতে ১৪ বছর সময় লাগবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৩৫৬ বেসামরিক ফিলিস্তিনী নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।
এসএ/দীপ্ত সংবাদ