সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর নিরাপদে দুবাইয়ের আল–হামরিয়া বন্দরে পৌঁছেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ।
বাংলাদেশ সময় রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বন্দরে নোঙর করে।সোমবার (২২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রেডিসন বুলুতে সংবাদ সম্মেলন করা হয়।
এতে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতে নিয়েজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। তিনি বলেন, কয়লা খালাসের জন্য সোমবার (২২ এপ্রিল) এমভি আবদুল্লাহর সংযুক্ত আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েন। আমরা নাবিকদের গ্রহণ করব। পরে জাহাজের ২৩ নাবিকের শারীরিক মানসিক অবস্থা পর্যবেক্ষণ করব।
প্রায় ৩৩ দিনের জিম্মি দশার পর গত ১৩ মার্চ দিবাগত রাত ১২টা ৮ মিনিটে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপর জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা দেয়।
এই পথ পাড়ি দিয়ে আট দিনের মাথায় জাহাজটি আমিরাতের আল–হামরিয়া বন্দরে পৌঁছায়। গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং কেএসআরএম‘র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহারিয়ার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রথম সচিব ভিসা ও এনআইডি বদরুল আলম বিদ্যুৎ, প্রেস ইউং আরাফার রহমান, প্রটোকল অফিসার সাজ্জাদুল ইসলামসহ আরও অনেক।
মাহাবুব হাসান হৃদয়/ এজে/ দীপ্ত সংবাদ