জাবি আলোনসো নামের জাদুকরের ছোঁয়ায়, প্রথমবারের মত জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতলো বেয়ার লেভারকুসেন। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে এটি তাদের প্রথম মুকুট। এতে থামল বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের শিরোপা জয়ের ধারা।
ওয়ার্নার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই প্রায় ৩০ হাজার দর্শক মাঠে ঢুকে পড়েন। মেতে ওঠেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। কারণ এই আনন্দ–উৎসবের জন্য শত বছরেরও বেশি সময়ের অপেক্ষা তাদের।
১৯০৪ সালে প্রতিষ্ঠিত লেভারকুসেন জার্মান ফুটবলে নিজেদেরকে ধীরে ধীরে দাপুটে দল হিসেবে গড়ে তুলেছে। কিন্তু অধরা ছিল সেরা ক্লাবের স্বীকৃতি।
মাঝে চারবার বুন্দেসলিগা, একবার জার্মান কাপ আর একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি। সে কারণে এক সময় তাদের ডাকা হয়, ‘নেভারকুসেন‘ নামে।
২০২২ সালে ক্লাবটির দায়িত্ব নেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার শাবি আলোনসো। আর তখন থেকেই পাল্টাতে শুরু করে এর চেহারা।
এবছর এক নতুন চ্যালেঞ্জ নিয়ে মৌসুম শুরু করে লেভারকুসেন। আর একের পর এক সাফল্য ধরা দেয় শাবি শিবিরে।
এখন পর্যন্ত ২৯ ম্যাচের ২৫টিতেই জিতেছে তারা। সবশেষ ম্যাচে ওয়ার্নার ব্রেমেনকে ৫–০ গোলে উড়িয়ে দেয় তারা। এতে তাদের পয়েন্ট দাঁড়ায় ৭৯। বিপরীতে বায়ার্নের ৬৩ পয়েন্ট। তাই ৫ ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় লেভারকুসেনের রূপকথা লেখা। এতে থামে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের জয়রথ।
আল / দীপ্ত সংবাদ