বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে কানাডার অন্টারিও প্রাদেশিক সংসদের সামনে উড়ানে হলো লাল-সবুজের পতাকা।
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুরে অন্টারিও আইনসভার স্পিকার টেড আরনটসহ প্রদেশটির ক্ষমতাশীন ও বিরোধীদলের আইনপ্রণেতাদের উপস্থিতে এই পতাকা উত্তোলন করা হয়। এ সময় শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস(বিসিসিএস) অন্টারিও প্রাদেশিক সংসদ ভবন,টরন্টোর কুইন্স পার্কে পতাকা উত্তোলনের অনুষ্ঠানের আয়োজন করেছে।
মার্চ মাসটি কানাডায় বাংলাদেশি হেরিটেজ মাস হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ সাংস্কৃতিক অবদানকে সম্মানিত করে।
অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ বিসিসিএসর অন্যতম প্রধান সংগঠক ম্যাক আজাদকে সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন-অন্টারিওর আইনসভার স্পিকারটেড আরনট,এমপিপির লোগান কানাপাথি,প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি অফ অন্টারিও এমপিপি ডলি বেগম,অন্টারিও লিবারেল পার্টির সভাপতি শেবু চৌধুরী।
বক্তারা বিসিসিএস-এর এই উদ্যোগকে প্রশংসা করে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।