নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রবিবার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডে প্রায় ১৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক ফখরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গাউছিয়া টিন মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে মুহূর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসেরকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় সব দোকান পুড়ে যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মার্কেটটিতে কেমিক্যাল দোকান ছিল। এছাড়াও অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এসএ/দীপ্ত সংবাদ