রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬০ জনে। এতে আহত হয়েছেন আরও ১৪৫ জন।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পাঁচজন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ, পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়। হামলার সময় হলে ‘পিকনিক’ নামের একটি ব্যান্ডের পরিবেশনার প্রস্তুতি চলছিল।
হামলার পরপর শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
এদিকে হোয়াইট হাউজ বলছে, মার্চের শুরুতেই মস্কোতে ‘বড় সমাবেশ’ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।
ঘটনার পরপর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এসএ/দীপ্ত সংবাদ