কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সুচনা। আর ফের ময়মনসিংহ সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু।
শনিবার (১০ মার্চ) রাতে নির্বাচন কমিশন বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেছে।
কুমিল্লায় আ.লীগের স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাস মার্কায় পেয়েছেন ৪৮,৮৯০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘরি মার্কায় পেয়েছেন ২৬, ৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩,১৫৫ ভোট। আর নূর–উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫,১৭৩ ভোট।
কুমিল্লা জিলা স্কুল থেকে মেয়র পদে উপনির্বাচনের ফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ফরহাদ হোসেন। এতে বেসরকারিভাবে কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সুচনা।
অন্যদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে এক লখের বেশি ভোটের ব্যবধানে ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৪ হাজার ৯৯৫ ভোট।
ভোট গণনা শেষে শহরের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বেসরকারিভাবে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন ইকরামুল হক টিটুর কর্মী–সমর্থকরা। এই জয় নগরবাসীকে উৎসর্গ করেছেন নতুন মেয়র।
এসএ/দীপ্ত সংবাদ