চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আগে পর্দার নায়ক ছিলাম এখন মাঠের নায়ক হতে চাই। আগে সমাজের নানা অসঙ্গতি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছিলাম আর এখন জনপ্রতিনিধি হয়ে মানুষের কাছে গিয়ে সেবা করার সুযোগ এসেছে। দেশের–দশের জন্য কাজ করতে পারছি এটা বড় প্রাপ্তি।
বুধবার (৬ মার্চ) বিকেলে ফেনীতে রেমন্ড শপের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেরদৌস আরও বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সংসদে দাঁড়িয়ে কথা বলেছি, আরও জোরাল ভাবে বলবো৷ যেকোনো কিছুর উত্থান–পতন থাকেই, চলচ্চিত্র সে সময় পার করে এগিয়ে যাবে।
ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফিতা ও কেক কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমিরী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান। রেমন্ড শপের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হোসেন খান এতে সভাপতিত্ব করেন।
রেমন্ড শপের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হোসেন খান জানান, বাজারে অনেকে রেমন্ডের লোগো লাগিয়ে প্রতারণা করছে। নির্ভরযোগ্য পণ্য কিনতে আপনারা বিশ্ব বিখ্যাত রেমন্ড ব্র্যান্ডের রেমন্ড শপ লিমিটেড দেখে ক্রয় করবেন।
আরও পড়ুন: এবার নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
আল–মামুন/এসএ/দীপ্ত সংবাদ