১৯৭১ সালের ১২ ডিসেম্বর হানাদার মুক্ত হয় নরসিংদী, মানিকগঞ্জ ও কক্সবাজার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধারা, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করেন। টিকতে না পেরে পালিয়ে যায় দখলদাররা।
মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জের ঘিওরে উপজেলার অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা। ডিসেম্বরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নিয়ে এগুতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। তীব্র লড়াইয়ের মুখে, ১২ ডিসেম্বর পালিয়ে যায় দখলদাররা। ওইদিনই ঘিওর কলেজ মাঠে বিজয়োল্লাস করেন স্থানীয়রা।
একইদিন হানাদার মুক্ত হয় নরসিংদী জেলা। মুক্তিবাহিনীর সাঁড়াশি অভিযানে পিছু হটে পাকিস্তানের সেনারা। তার আগে হত্যা করে অনেক মানুষকে। কিন্তু সেখানকার সব গণকবর এখনো সংরক্ষণ করা হয়নি।
১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করে অগ্রসর হতে থাকেন। পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা। ১২ ডিসেম্বর ঐতিহাসিক পাবলিক হল মাঠে বাংলাদেশের পতাকা ওড়ান বীর মুক্তিযোদ্ধারা।