মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে লিয়াতির অভিযোগে ৪ পরীক্ষার্থী আটক করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা সমন্বয় করতে গেলে সামঞ্জস্যতা না পাওয়ায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত চার পরীক্ষার্থী হলেন– মাগুরার মহম্মদপুর উপজেলার মো. শরিফুল ইসলাম (২০), মনিরুজ্জামান (২৭), সজিব হোসাইন (২৫) ও সদর উপজেলার মিরাজ হোসেন (২২)।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারীসহ ছয়টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে রবিবার (২৫ ফেব্রুয়ারি) আহ্বান জানানো হয়। মৌখিক পরীক্ষা চলাকালে অভিযুক্ত চার প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা সমন্বয় করতে গেলে সামঞ্জস্যতা না পাওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্তরা আবেদন করলেও লিখিত পরীক্ষায় তারা প্রক্সি পরীক্ষার্থী নিয়োগ করে। একেক জনের বিপরীতে ২ লক্ষ টাকা নিয়ে প্রক্সি পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।তবে অভিযুক্তদের পক্ষে কারা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে তা জানা যায়নি।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, অনিয়মের অভিযোগে পরীক্ষায় অংশ নিতে আসা চারজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ