চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। এতে ওই নারীর মৃত্যু হয়েছে। দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুরে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। দুই মেয়ে তাবাচ্ছুম (৬) এবং ফাতেমা (৪) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, হাসপাতালে আনার আগেই তানিয়া নামের ওই নারীর মৃত্যু হয়েছে। তাবাচ্ছুম ও ফাতেহা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। তারা এখনও শঙ্কামুক্ত নয়।
মৃত তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, তানিয়ার স্বামী কাউছার মালেশিয়া প্রবাসী। প্রায় বছর খানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমায়। এ সময়ে দুজনের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।