রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। তিনি দেশটির ইয়ামালো–নেনেটস অঞ্চলের কারাগারে সাজাভোগ করছিলেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানায়, শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার প্রায় সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থায় তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।
রুশ সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, এরইমধ্যে নাভালনির মৃত্যুর বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে পিটিআই নেতাকে গুলি করে হত্যা
নাভালনির মৃত্যুর ঘটনায় অবিলম্বে তদন্ত দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।আর রুশ সরকারকে দায়ি করে দূতাবাসের কূটনীতিকদের তলব করেছে যুক্তরাজ্য। এ মৃত্যুতে হতবাক জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। নাভালনির পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মৃত্যুর কারণ তদন্তের আহবান জানিয়েছেন তিনি। নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ফ্রান্স, জার্মানিসহ বিশ্ব নেতারা।
উল্লেখ্য, নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে তিনি কারাবন্দি।
এসএ/দীপ্ত নিউজ