শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

আজ সিঙ্গেলদের দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। কপতকপতিরা নিজেদের মধ্যে সময় কাটান। আ ১৫ই ফেব্রুয়ারি সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডেবা সংক্ষেপে স্যাড ডে। প্রতিবছর ভালোবাসা দিবসের পর দিন উদযাপিত হয় দিনটি।

একক সচেতনতা দিবস নিজের সঙ্গীবিহীন জীবনের প্রতি করুণা নয় বরং বিশ্বকে জানিয়ে দেওয়ার একটি সুযোগ যে আপনি একা এবং এটা আপনার নিজের সিদ্ধান্ত যা নিয়ে আপনি খুশি। দিনটি আত্মপ্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে। দিবসটি তাই সিঙ্গলস অ্যাপ্রিসিয়েশন ডেহিসেবেও পরিচিত।

ভালোবাসা দিবসে দম্পতিরাই মূলত আনন্দ উপভোগ করতে পারে। তাই বলে অবিবাহিত অথবা সঙ্গী নেই যাদের তারা কেন নিজেদের বঞ্চিত রাখবে? এমন লোকদের নিজেদের জন্য একটি দিন রাখা উচিত নয় কী? তাই ভালবাসার বিভিন্ন রূপকে স্বীকৃতি দেওয়ার জন্যও এটি দুর্দান্ত দিন আজ। তা হতে পারে পরিবার কিংবা বন্ধুদের মধ্যে অথবা নিজেকে ভালোবাসার মাধ্যমে।

আবার অনেকেই আছেন যারা ভালোবাসা দিবস অপছন্দ করেন, তাদের কাছে ভালোবাসা দিবস লোক দেখানোবাণিজ্যিক কার্যক্রম বৈকি আর কিছুই নয়। তাদের জন্যও একক সচেতনতা দিবস উপভোগ্য হতে পারে।

সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডের ইতিহাস :

অন্যান্য আন্দোলনের মতোই একক সচেতনতা দিবসটি বিচ্ছিন্নতার অনুভূতি থেকে তৈরি হয়েছিল। ২০০১ সালের দিকে, ডাস্টিন বার্নস তার বন্ধুদের দুঃখের মধ্যে ডুবে না গিয়ে তাদের একাকীত্ব উপভোগ করার জন্য একটি দিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। সেখান থেকেই এর উৎপত্তি।

একক সচেতনতা দিবস ২০০৫ সালে বৈধভাবে কপিরাইটযুক্ত হয় এবং দিন দিন দিবসটির জনপ্রিয়তা বাড়তে থাকে।

তবে শুধু অবিবাহিত কিংবা সঙ্গিবিহীন মানুষই নয় এখন সমস্ত প্রাপ্তবয়স্করাই তাদের জীবনের প্রতি গুরুত্ব বুঝতে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে দিবসটি উদযাপন করছে। তাই আপনিও আর ঘরে বসে না থাকে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসুন।

/ দীপ্ত সংবাদ



আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More