নাটোরের সদর থানা এলাকা হতে অপহরণ মামলার মূলহোতা অন্তর আহম্মেদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব –৫।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার হরিশপুর বাইপাস মোড় হতে অভিযুক্ত অন্তর আহম্মেদ ও তার পিতা আতাহার আলীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আত্নগোপনে গিয়ে অপহরণ নাটক, অতঃপর গ্রেপ্তার
এসময় তাদের হেফাজত হতে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। কোম্পানি অধিনায়ক আরো জানান, অপহৃত স্কুল ছাত্রী বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে অন্তর আহম্মেদ (১৯) ওই ছাত্রীকে বিভিন্নভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে আসছে। পরে ভিকটিমের পিতা বিষয়টি জানতে পেরে নিষেধ করলে গ্রেফতারকৃত অন্তর আহম্মেদ(১৯) ও তার পিতা আতাহার আলী (৪১) কর্নপাত করেননি। পরে ভিকটিম বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাগাতিপাড়া উপজেলার জামানগর ইউনিয়নের রহিমানপুর বাজারের মতিনের দোকানের সামনে পৌছালে অভিযুক্ত অন্তর আহম্মেদ ও তার পিতাসহ অজ্ঞাত ৩/৪ জন মিলে ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে ভিকটিম বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শনিবার(১০ ফেব্রুয়ারি) ভিকটিমের পিতা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী অফিসার অভিযুক্ত অন্তর আহম্মেদসহ এজাহারনামীয় অন্যান্যদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব–৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করলে অভিযানে নামে র্যাব।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহেদুল / আল / দীপ্ত সংবাদ