ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ তহবিলে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও কানাডা।
গত বছরের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে, জাতিসংঘের ত্রাণ তহবিল ইউএনআরডব্লিউএ– তাদের কয়েকজন কর্মীকে বরখাস্তের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় দেশগুলো ওই তহবিলে সহায়তা বন্ধের ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র প্রথমে অর্থ বন্ধের ঘোষণা দেয়ার পর সেই পথ অনুসরণ করলো বাকি দেশগুলোও।
উল্লেখ্য. গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মীর বেশিরভাগই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী।
পশ্চিমা দেশগুলোর এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আরও পড়ুন: গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে
এসএ/দীপ্ত নিউজ