উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সন্ধ্যার পরও মেট্রোরেল চালু থাকায় বিভিন্ন রুটে বাসের যাত্রী আরও কমেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় মেট্রোরেল ব্যবহার করছেন বেশিরভাগ মানুষ।
এমন চিত্র রাজধানীর মতিঝিল, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকার। মেট্রোরেলের সাথে সংযুক্ত বিভিন্ন রুটের গণপরিবহনে যাত্রীচাপ কমেছে। বুয়েটের একটি গবেষণা বলছে, মেট্রোরেলের ৫৯ দশমিক চার এক শতাংশ যাত্রী আগে বাসে যাতায়াত করতো।
আরও পড়ুন: নতুন সূচিতে চলছে মেট্রোরেল
বাস চালকরা বলছেন, মেট্রোরেলের ফলে তারা যাত্রী পাচ্ছেন না। ফলে তাদের খরচই উঠছে না।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, মেট্রোরেল চালুর পর বাসে যাত্রী কমেছে, তবে গণপরিবহনের সংখ্যা কমেনি।
নিজস্ব পরিবহন রেখে অনেকেই চলাচল করছেন মেট্রোরেলে। তবে বেশি সুবিধা পাচ্ছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
আল / দীপ্ত সংবাদ