আজ থেকে শুরু হচ্ছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। ছয় দিনে ৯০ লাখ মানুষকে প্রতিষেধকের দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য আছে সরকারের। এ ছাড়া শিগগিরই দেওয়া হবে টিকার চতুর্থ ডোজ।
করোনা সংক্রমন কমায়, টিকার প্রতি আগ্রহ হারিয়েছে অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট জনসংখ্যার শতকরা ৮৭ ভাগ প্রথম ডোজ, ৭৩ ভাগ দ্বিতীয় ডোজ আর তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন, ৫২ ভাগ মানুষ। যদিও প্রতিষেধক দেয়ার ঘোষিত লক্ষ্য এরই মধ্যে পূরণ করেছে সরকার।
আরও বেশি সংখ্যক মানুষকে করোনা টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজের আওতায় আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এ কারণে বিজয়ের মাসে শুরু হচ্ছে টিকার বিশেষ ক্যাম্পেইন।
তিনি জানান, পাঁচ থেকে ১১ বছর বয়সী এক কোটি ৭৩ লাখ শিশুকে অর্থাৎ ৭৭ ভাগকে টিকা দেয়া হয়েছে। টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি এরইমধ্যে চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে। যোগ্য ব্যক্তিদের শিগগিরই দেয়া হবে এ টিকা।
সরকার এখন পর্যন্ত ৩৪ কোটি ৩৪ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। দেয়া হয়েছে, এখন পর্যন্ত ৩৩ কোটি ২৭ লাখ ডোজ। হাতে আছে, এক কোটি ১৭ লাখ ডোজ করোনা টিকা।