নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টির ভেতর অস্থিরতা বাড়ছে। দলটির শীর্ষ নেতৃত্বের কাছে জবাবদিহিতা চাইছেন জাতীয় পার্টির একাংশের নেতারা। তবে দলটির মহাসচিব বলছেন, জাতীয় পার্টি এখনো ঐক্যবদ্ধ। সংসদ ও রাজপথে বিরোধী দল হিসেবেই নিজেদের দেখতে চান তারা।
জাতীয় পার্টি মানেই নাটক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নানা নাটকীয়তার পর, ২৬টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেয় দলটি। কিন্তু ভোটের মাঠে ভরাডুবি হয় জাতীয় পার্টির। মাত্র ১১টি আসনে জয়ের মুখ দেখে দলটির প্রার্থীরা।
দলের এমন অবস্থার জন্য শীর্ষ নেতাদের দায়ী করছেন, জাতীয় পার্টির অনেক প্রার্থী ও নেতাকর্মী। রাজধানীর বনানী কার্যালয়সহ বিভিন্ন স্থানে শীর্ষ নেতৃত্বের পদত্যাগ ও জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ করছেন তারা।
ঢাকা– ৪ আসন থেকে নির্বাচনে হেরে যান জাতীয় পার্টির কো–চেয়ারম্যান আবু হোসেন বাবলা। তিনিও বিক্ষোভে যোগ দিচ্ছেন, আবার জাতীয় পার্টিকে ‘ঐক্যবদ্ধ‘ দেখতে চাইছেন।
তবে দলটির মহাসচিবের দাবি, দলে কোনো বিভেদ নেই। এবার ভোটে দলটির প্রার্থীদের শতকরা ৯০ ভাগই জামানত হারিয়েছেন। এই অবস্থা থেকে দলকে সুসংগঠিত করতে সময় লাগবে বলেও জানান দলটির মহাসচিব।
আল / দীপ্ত সংবাদ