৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া। ২০২৪ সালে প্রথম বারের মত স্থানীয় সময় বৃহস্পতিবার সূর্যের মুখ দেখেছে উত্তর রাশিয়ার বাসিন্দারা।
এমন রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলা এবং উঁচু জায়গায়। এতে সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩৭ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো।
এতোদিন অন্ধকারে আচ্ছন্ন ছিলো দেশটির উত্তর অংশ। তাই সূর্যের আলো নয়, বরং রাতের আঁধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরন করে নিয়েছিলো উত্তর রাশিয়ার মানুষজন।
রাশিয়ার আর্কটিক পোর্ট মুরমানস্কে দেখানো হয়েছে, গত ২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উত্তর রাশিয়ায় এমনটা হয়েছে। শহরের সবচেয়ে উঁচু পর্বত সোলোঞ্চিয়া গোর্কা রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত।
ওই পাহাড়ে দাড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।
এসএ/দীপ্ত নিউজ