দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমও ফলাও করে প্রচার করেছে।
বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন ও এপিসহ সব গণমাধ্যমেও আভাস দেয়া হয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসছেন শেখ হাসিনা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদে বলা হয়, দিনের শুরুতেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধীদল নির্বাচন বর্জন করেছে।
বিবিসি ট্রেনে আগুনসহ নানা ধরনের সহিংসতা ও প্রধান বিরোধীদলের বর্জনের তথ্য দিয়ে জানিয়েছে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।
তুরস্কের আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে।
রয়টার্স জানিয়েছে, টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হচ্ছেন।
ভারতের আনন্দবাজার লিখেছে, নৌকার জয় নিয়ে আশাবাদী শেখ হাসিনা। এনডিটিভি বলছে, হরতালের মধ্য দিয়ে বাংলাদেশে ভোট শুরু হয়। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম– শেখ হাসিনা ভোটের দিনে ভারতের প্রশংসা করেছেন।
আরব আমিরাতের খালিজ টাইমস জানিয়েছে, সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে জয়ী হতে যাচ্ছেন শেখ হাসিনা।
এপি নিউজ লিখেছে, আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় যাচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ