২০২৪ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জানুয়ারি) সারা দেশে একযোগে বই উৎসব হবে। শিক্ষার্থীরা পাবে নতুন বই। প্রধানমন্ত্রী বলেন– আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, সরকার সবকিছু করবে।
বছরের শেষ দিন রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ক্ষুদে শিশুরা সরকারপ্রধানের হাত থেকে নতুন পাঠ্যবই নিতে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চ থেকে নেমে, নয়টি শিশুর হাতে তুলে দিলেন বিনা মূল্যের বই।
একইসঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি, ব্রেইল পদ্ধতির বই পেয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা।
পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, একযুগ ধরে বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের। এটি ধরে রাখার অঙ্গীকার করেন তিনি।
সরকারপ্রধান জানান, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকার শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আধুনিক ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়তে, প্রয়োজনীয় সবকিছু করবে সরকার।
২০২৪ সালে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীর মাঝে, বিনা মূল্যে ৩০ কেটি ৭০ লাখ নতুন বই বিতরণ করবে সরকার।
আল/ দীপ্ত সংবাদ