আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দুইটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
শনিবার (৩০ ডিসেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চলতি বছরের আগস্টে সাইপার মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে কারাগারে আছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান।
পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন ছিল ৩০ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। ১০ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
এসএ/দীপ্ত নিউজ