অবশেষে ফিলিস্তিনের গাজায় আরও ত্রাণ সহায়তা ঢোকার প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের চেষ্টা সফল হলো জাতিসংঘের। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় শুক্রবার এ প্রস্তাব পাশ হয়। তবে এতে যুদ্ধ বিরতির বিষয়টি ছিল না।
অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য একটি পরিবেশ সৃষ্টি করতে, জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ছিল সংযুক্ত আরব আমিরাতের খসড়া প্রস্তাবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।
এদিকে, গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। নোসেইরাত ও খান ইউনিস শরণার্থী শিবিরে একের পর এক হামলা চালানো হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ