সাম্প্রতিক নাশকতার ঘটনায় দেশের সবচেয়ে নিরাপদ যোগযোগ ব্যবস্থা রেলপথে আতঙ্ক বাড়ছে। যদিও এসব ঘটনার দায় নিচ্ছে না কেউ। পরস্পরের ওপর দোষ না চাপিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোণা–ঢাকা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ চারজন মারা যান। এঘটনায় মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ঢাকা রেলওয়ে থানায় মামলা করে পুলিশ।
বিএনপরি হরতাল শুরুর আগমুহূর্তে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, এর দায় নিতে রাজি নয় রাজনৈতিক দলগুলো।
দেশের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে নিরাপদ মাধ্যম রেলপথ। তবে সম্প্রতি রেলরাইন কাটা ও বগিতে আগুন দেয়ার ঘটনায় আতঙ্ক বাড়ছে।
জননিরাপত্তায় ঝুঁকি তৈরি করে এমন কর্মসূচি পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মৃত্যু
আল/ দীপ্ত সংবাদ