৪৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রতীক বরাদ্দ।
নির্বাচন কমিশন মোট ২ হাজার ২৬০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে।
এদিকে আপিলে প্রার্থিতা হারানো ও ফিরে পাওয়া ব্যক্তিরা রায়ের কপির জন্য শনিবার ভিড় করেন নির্বাচন কমিশনে। ইসির রায়ে অসন্তুষ্ট হয়ে হাইকোর্টে আপিল করতে, রায়ের কপি সংগ্রহের আবেদন করেছেন অনেকে। আর ছাড়পত্র নেন প্রার্থিতা ফিরে পাওয়া ব্যক্তিরা। রি
টার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ছয় দিন আপিল শুনানি হয়। এতে ২৮০ জন প্রার্থিতা ফিরে পান।
এসএ/দীপ্ত নিউজ